চট্টগ্রামে ২টি বস্তিতে আগুন, পুড়ল ২০০ ঘর
চট্টগ্রামে ২টি বস্তিতে আগুন। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে টেকপাড়া বস্তি ও লাগোয়া এয়াকুব নগর বস্তিতে আগুন গেলে পুড়ে গেছে প্রায় ২০০ ঘর।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, সোমবার দুপুর ১টা ২০মিনিটে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্ম্মা বলেন, নারিকেল গাছে বিদ্যুতের তার লেগে আগুন জ্বলে ওঠে। সেই আগুনের ফুলকি বস্তিতে পড়ে এ ঘটনা ঘটেছে। তবে বস্তির বাসিন্দারা নিরাপদ আছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। টেকপাড়া বস্তি আর এয়াকুব নগরের পেছনের অংশ জুড়ে কিছু ঘর আছে, সেগুলোতেও আগুন লেগেছে। মেয়র মহোদয়, জেলা প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তা তালিকা করে তারা জানাতে বলেছেন।’ তবে প্রায় দুইশ ঘর পুড়েছে বলে জানান তিনি।
কর্ণফুলী নদীর অদূরে টেকপাড়া বস্তির পাশেই মরিয়ম বিবি খাল। বস্তির বেশিরভাগ টিনশেড ঘরই পুড়ে গেছে। স্থানীয়রা জানান, বস্তির এসব ঘরে গ্যাস সিলিন্ডার ছিল, তবে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে সেগুলো বের করে ফেলা সম্ভব হয়। যার কারণে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আশপাশের বসতিগুলো।