সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইলে ২ হাজার কোটি টাকার মেগা প্রকল্পে গ্রামাঞ্চলে আশার আলো

টাঙ্গাইলে ২ হাজার কোটি টাকার মেগা প্রকল্পে গ্রাম অঞ্চলে আশা আলো

টাঙ্গাইলের ১২টি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুই হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছে।

এরমধ্যে ৮৬৫ কোটি টাকার প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যে ১২টি উপজেলায় প্রায় ২০০ কোটি টাকার প্রকল্পের প্রাক্কলন তৈরি পূর্বক দরপত্র আহ্বানের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইলফলক রচিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চাহিদা বিশ্লেষণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প: টাঙ্গাইল’ নামে একটি মেগা প্রকল্প গ্রহণ করে। স্ব-স্ব স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটারের (ডেসপাস লেটার) অধিকতর গুরুত্ব দিয়ে ওই প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়। এতে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়।

কিন্তু পুরো প্রকল্প বাস্তবায়নে অর্থসংস্থান অপ্রতুল হওয়ায় প্রাথমিক পর্যায়ে ৮৬৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়ে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। এলজিইডির প্রকৌশলী মোল্লা মিজানুর রহমান ওই প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ১২টি উপজেলায় প্রায় ২১০টি প্রকল্পের প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বানের জন্য টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- গোপালপুর উপজেলায় ১২ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের মাধ্যমে ১৩ দশমিক ৯৯ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, নাগরপুরে ৩১ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের মাধ্যমে ৩৩ দশমিক ২২ কিলোমিটার, ঘাটাইলে ১৬ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ২০টি প্রকল্পের মাধ্যমে ১৮ দশমিক ৪১ কিলোমিটার, ভূঞাপুরে ৭ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের মাধ্যমে ৮ দশমিক ৫৮ কিলোমিটার, টাঙ্গাইল সদরে ১৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৬টি প্রকল্পের মাধ্যমে ২১ দশমিক ৫০ কিলোমিটার, কালিহাতীতে ১৪ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের মাধ্যমে ১৫ দশমিক ৮৫ কিলোমিটার, বাসাইলে ৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের মাধ্যমে ৬ দশমিক ৬০ কিলোমিটার।

এ ছাড়াও সখীপুরে ২১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ২১টি প্রকল্পের মাধ্যমে ২২ দশমিক ৫৫ কিলোমিটার, মধুপুরে ২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২২টি প্রকল্পের মাধ্যমে ৩২ দশমিক ২৩ কিলোমিটার, ধনবাড়ীতে ১৬ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২১টি প্রকল্পের মাধ্যমে ১৭ দশমিক ৮২ কিলোমিটার এবং মির্জাপুর উপজেলায় ১৮ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের মাধ্যমে ২০ দশমিক ৮৩ কিলোমিটার কাঁচা গ্রামীণ সড়ক পাকাকরণ। এরমধ্যে দেলদুয়ার উপজেলায় ১০টি প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ৩টি প্রকল্পের অনুমোদন হয়েছে এবং বাকিগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প: টাঙ্গাইল’- এর বাস্তবায়নে প্রায় দুই হাজার কোটি টাকার প্রয়োজন। কিন্তু অর্থ অপ্রতুলতার কারণে প্রাথমিক পর্যায়ে ৮৬৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এলজিইডি থেকে ইতিমধ্যে প্রায় ২০০ কোটি ব্যয়ে ২১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ অর্থবছরে অন্তত ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি জানান, জেলার সংসদ সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে এ মেগা প্রকল্পটি বাস্তবায়নে গ্রামীণ ছোট ছোট সড়কগুলো পৃথক পৃথক প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে। যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ার মাধ্যমে স্থানীয় জনসাধারণের জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি জানান, প্রধানমন্ত্রীর স্লোগান ‘গ্রাম হবে শহর’- এর আলোকে গ্রাম-গঞ্জের সকল রাস্তা-ঘাট, ব্রিজ-কার্লভাট তথা অবকাঠামোগত উন্নয়নে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

এফএস/টিটি

Header Ad

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

দণ্ডিত মোস্তাফিজুর রহমান বাবু (২৬) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকার বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসে নগরীর পাঁচলাইশ থানার মাদ্রাসাতুল মদিনায় হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত বাবু। তিনি ওই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর বাবা আসামি বাবুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষককেও অভিযুক্ত করেন ভিকটিম শিক্ষার্থীর বাবা।

পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আট জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি বাবু আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Header Ad

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

ছবি: সংগৃহীত

সুখবরটা এসেছিল গত সেপ্টেম্বরেই। গেল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। তবে সুখবর মিলেছে রিশাদের। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

বিগ ব্যাশে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদ হোসেনের খেলা নিয়ে। মূলত জাতীয় দলের ব্যস্ত সূচি এবং বিপিএলের কারণে রিশাদের বিগ ব্যাশে খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই শঙ্কা এখন আর নেই। ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই ক্রিকেটার।

বিগ ব্যাশ থেকে ফিরে ২৯ ডিসেম্বরই ফরচুন বরিশালে যোগ দেবেন রিশাদ। তবে এর আগে বিগ ব্যাশে দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে রিশাদ হোসেনের সামনে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

বিগ ব্যাশে রিশাদের দলে রয়েছে বড় বড় তারকা ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা ম্যাথু ওয়েড ও টিম ডেভিড এই দুজনকে সতীর্থ হিসেবে পাচ্ছেন রিশাদ। এছাড়া অস্ট্রেলিয়া জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস ও বেন ম্যাকডারমটকেও তিনি পাবেন সতীর্থ হিসেবে।

বিগ ব্যাশে কোচ হিসেবে রিশাদ পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্ব পালন করবেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং।

Header Ad

শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত

ছবি: সংগৃহীত

আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের । পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতোমধ্যেই ভারতে কয়েকধাপে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান নিজেও।

২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের চলচ্চিত্র ‘বরবাদ’। বরবাদে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ইধিকা পালকে, সে খবর অবশ্য আগেই প্রকাশ হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, এই ছবিতে দেখা মিলবে কলকাতার আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।

ইতোমধ্যেই মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই।

বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন নুসরাত। তার কথায়, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সবকিছু বলতে চাচ্ছি না। গানটির মুক্তির জন্য শুধু অপেক্ষা করছি।’

এর আগে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নুসরাত।

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক। ডিসেম্বরর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২