বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চুয়াডাঙ্গা পুনাকের উদ্যোগে প্রান্তিক নারীদের জন্য  সাশ্রয়ী বাজার কর্মসূচির  উদ্বোধন

ছবি : ঢাকাপ্রকাশ

পবিত্র মাহে রমজান  উপলক্ষে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী মূল্যে বাজার কর্মসূচির ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গা। 

চুয়াডাঙ্গা পুনাকের নিজস্ব অর্থায়ন এবং জেলা পুলিশের সিনিয়র অফিসারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সাশ্রয়ী বাজার কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলার প্রান্তিক নারীরা চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, বেসন ও খেজুরের মত ১০টি অত্যন্ত প্রয়োজনীয় খাদ্যপন্য চলতি বাজার মূল্যের অর্ধেক মূল্যে  ক্রয় করার সুযোগ পাচ্ছেন। 

আজ রবিবার (১৭ মার্চ)  সকাল ১১টায় পুলিশ লাইন্সের সম্মুখে পুলিশ ফুড পার্ক চত্বরে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার এবং চুয়াডাঙ্গা পুনাকের প্রধান উপদেষ্টা  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। কর্মসূচিটির সার্বিক সমন্বয় করছেন চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস। 

 

ছবি : ঢাকাপ্রকাশ

পুলিশ সুপার  বলেন, আর্থিকভাবে অসচ্ছল অনেক মানুষই বিনামূল্যে পণ্য নিতে সম্মানিত বোধ করেন না। তাই পুনাক ও জেলা পুলিশের অফিসারদের সমন্বিত অংশগ্রহণে সাশ্রয়ী মূল্যের এই বাজার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পবিত্র মাহে রমজানে প্রান্তিক নারীদের সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করতে পেরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও পুনাক পরিবার স্বাচ্ছন্দ বোধ করছে। সপ্তাহব্যাপী কর্মসূচিটি আগামী ২৩ জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ০১টা অবধি চালু থাকবে। 

পুনাক সভানেত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজন না করে চুয়াডাঙ্গা পুনাক জেলার প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কাজের ব্যাপ্তি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী কিনতে পেরে তারা খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা।

সপ্তাহব্যাপী শতাধিক প্রান্তিক নারী  ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন।  ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসন ও ৮৫ টাকা কেজি দরে খেঁজুর  কিনতে পারবেন। 

 

ছবি : ঢাকাপ্রকাশ

 এ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস জোবায়দা আক্তার, সাধারণ সম্পাদিকা, পুনাক, চুয়াডাঙ্গা;  আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মিসেস সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গা;  হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

Header Ad

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বরুণ

ছবি: সংগৃহীত

চরিত্রের খাতিরে কত কিছুই না করতে হয় তারকাদের। প্রতিটি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রে তারকারা নিজেদের ভেঙেচুরে দর্শকমহলে উপস্থাপন করে থাকেন। কখনও ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়, কখনও আবার খোলামেলা দৃশ্যে। একটি ম্যাগাজিনের জন্য শুট করতে গিয়ে ক্যামেরার সামনে পোশাক ছাড়া ফটোশুট করেছিলেন রণবীর সিংহ।

সেই সময় নেটিজেনদের একাংশ প্রশংসার পাশাপাশি কটাক্ষ করেছিলেন। এদিকে বরুণ ধাওয়ানও খোলামেলা দৃশ্যে অভিনয় করে রণবীরের পথে পা বাড়ালেন।

সম্প্রতি রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই ‘হানি বানি’ সাড়া ফেলেছে দর্শক মহলে।

বরুণের অভিনয় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি দর্শকের নজর কেড়েছে অভিনেতার কয়েক সেকেন্ডের খোলামেলা দৃশ্য। যেখানে দেখা যায়, শরীরে কোনো পোশাক নেয়, নিতম্ব উন্মুক্ত।

 

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য দেখে বরুণকে কটাক্ষা করে একজন বলেন, ‘‘সিটাডেল-এ উলঙ্গ ভেড়িয়াকে (বরুণের ছবির নাম) দেখে নিলাম।’ তাতেই বরুণ পালটা জবাব দিয়ে লেখেন, ‘আরে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভীষণ রকম সৃজনশীলতার সঙ্গে শুট করা হয়েছে।’

প্রসঙ্গত, হলিউডের মূল সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস এবং রিচার্ড ম্যাডেন। বরুণ একা নন, নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-তে এমনই সাহসী দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে।

Header Ad

জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন

জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন। ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস সম্প্রতি ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন এই কমিটির প্রেসিডেন্ট।

ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে ৭ জন সদস্যকে।

গত ৯ নভেম্বর তারেক রহমানের অনুমোদিত এই নতুন কমিটিতে চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, এবং সাংবাদিক পেশার বিভিন্ন জাতীয়তাবাদী নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো— অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার জাইমা রহমান, এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।

উপদেষ্টা পরিষদে আছেন— ডা. এ.এস. হায়দার পারভেজ, অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এবং প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন, একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালে তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত এই সংগঠনটি দেশের দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটি ইতিমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, এবং কৃষি খাতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন করে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফাউন্ডেশনের প্রথম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল ২০০০ সালের ১লা বৈশাখে খুলনা জেলার দীঘলিয়া ও রূপসা থানায় আয়োজন করা স্বাস্থ্য মেলা। সংগঠনটি “একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এই স্লোগানে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Header Ad

‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক- কেন এত সমর্থন?

ছবি: সংগৃহীত

সম্প্রতি ফেসবুকে #WeAreNahid হ্যাশট্যাগটি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, অ্যাক্টিভিস্ট, এবং সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা এ হ্যাশট্যাগ ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। এর মাধ্যমে মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীর অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হচ্ছে।

নাহিদ ইসলামকে নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর থেকেই এই সমর্থন জোরালো হয়ে ওঠে। সম্প্রতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে নাহিদের সুপারিশ সংবলিত একটি নথি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নাহিদ ইসলাম বলেছেন, এটি মিথ্যা প্রচারণা এবং তার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়েছিল, অথচ এই পুরনো নথি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

নাহিদ ইসলাম আরও জানান, ওই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানার পর নিয়োগ বাতিল করা হয়। তা সত্ত্বেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় আওয়ামী বিরোধী একটি অংশ এবং ছাত্র আন্দোলনের পক্ষের কিছু ব্যক্তিকে দায়ী করেন তিনি।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়েও বিভ্রান্তি তৈরি করা হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তবে সেটি মূলত তাদের ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের ব্যাপারে ছিল, যা সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানাতে দেওয়া হয়েছে। কিন্তু ওই স্লোগানকে নাহিদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

ফেসবুকে #WeAreNahid হ্যাশট্যাগে অনেকেই সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। আকরাম হোসাইন রাজ লিখেছেন, “আমাদের স্বাধীনতা এবং আমাদের নাহিদ ভাইকে রক্ষা করতে এই লড়াই।” কন্টেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, “ডিবি অফিসে তার প্রতি অন্যায় আচরণ নিয়ে সচেতনতা দরকার।” অন্যদিকে অ্যাক্টিভিস্ট আশরেফা খাতুন লিখেছেন, “নাহিদ ইসলামের ওপর পূর্ণ আস্থা আছে। তার ভুলত্রুটি সমালোচনা আমরা করবো, তবে ষড়যন্ত্র বরদাশত করবো না।”

এই হ্যাশট্যাগের মাধ্যমে নাহিদ ইসলামের প্রতি সমর্থন জানানো হচ্ছে, যাতে তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হয় এবং সঠিক তথ্য পৌঁছানো যায়।

Header Ad

সর্বশেষ সংবাদ

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বরুণ
জিয়াউর রহমান ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে তারেক রহমান, ২৩ সদস্যের কমিটি গঠন
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক- কেন এত সমর্থন?
মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা
ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩
বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ
ঢালাও মামলা আমাদের বিব্রত করে : আইন উপদেষ্টা
বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের
টাকার জন্য মাকে হত্যা, লাশ ডিপ ফ্রিজে রেখেছিল ছেলে
মাদক ও বাল্য বিবাহকে না বলে শপথ নিলো ৬শ শিক্ষার্থী
ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব আল হাসান
‘যুদ্ধ শেষ হয়নি’, আবারও লাল ফেসবুক ওয়াল
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার
পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান
দুই মাসে তিতাসের অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট
রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায়
কপ ২৯ সম্মেলনে বিশ্বনেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস