অচল ইভিএমে ভোটারদের হতাশা
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। তবে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ অনেকটাই ধীর গতিতে চলছে বলে অভিযোগ সাধারণ ভোটারদের।
বেশিরভাগ কেন্দ্রগুলোতে মেশিন কিছুক্ষণ সচল থাকার পর আবার যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে। অর্ধেক বেলা পার হলেও কোনো কেন্দ্রে পরেনি আশানুরূপ ভোট। প্রার্থীদের অভিযোগ ইভিএম মেশিন ত্রুটির কারণে ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছে। হতাশ হয়ে অনেকে আবার চলেও যাচ্ছেন।
মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা সুলতানা বেগম বলেন, 'গত তিন ঘণ্টা ধরে ভোট দিতে এসে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। শুনতেছি মেশিন নষ্ট হয়ে গেছে। এখন কী করব বলেন? কেউ শুনতেছে না কোনো কথা।'
বরঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মাসুদ মিয়া বলেন, 'ইভিএম মেশিন তিন-চারবার নষ্ট হয়েছে। লাইনে দাঁড়াইয়া আছি তিন ঘণ্টা হয়। অফিস থেকে ঘণ্টা দুয়েকের ছুটি নিয়ে ভোট দিতে আসছিলাম ভোটের জন্য যদি অপেক্ষা করি তাইলে আর অফিসে যাওয়া হইব না তাই চইলা যাইতেছি।'
শিবালয় উপজেলা নির্বাচন অফিসার মো.মাহাবুর রহমান জানান, ভোট গ্রহণের সকালের দিকে চাপ বেশি থাকে। এ কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের সিরিয়াল দীর্ঘ হচ্ছে। ভোটিং মেশিন সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি খোঁজ নিচ্ছি।'
উল্লেখ্য, উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৫১ জন । ৭১টি কেন্দ্রে ৪৪০টি বুথের মাধ্যেমে চলছে ভোটগ্রহণ। ৩৩ জন চেয়ারম্যান, ২৫৭ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টিটি/