গোবিন্দগঞ্জে সিটি হাসপাতাল ও সুরাইয়া ডায়াগনস্টিকে অভিযান, জরিমানা
ভ্রাম্যমাণ আদালত। ছবি: ঢাকাপ্রকাশ
স্মার্ট স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এরই ধারাবাহিকতায় সোমবার (৪ মার্চ) গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করেন, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক।
এসময় তিনি কাগজপত্র যাচাই করে সিটি জেনারেল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এক্স-রে মেশিন পরিচালনার কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে বৈধ কাগজপত্র আগামীকাল মঙ্গলবারের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট জমা দানের নির্দেশ দেন।
এরপর বিকালে সুরাইয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতিসহ ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।