গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শনিবার (২ মার্চ) সকাল ৭টা ও বেলা ১১টার দিকে পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরু জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন রাব্বানী। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাব্বানী রতনপুর এলাকায় বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের খোলাপাড়া এলাকায় টেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।