রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কুড়িগ্রাম-৪ আসনের দরিদ্র জনপদের উন্নতির হাল ধরেছেন তরুণ এমপি বিপ্লব হাসান

ছবি : ঢাকাপ্রকাশ

কুড়িগ্রাম-৪ আসনের কাণ্ডারী হয়ে এই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমপি বিপ্লব হাসান। শপথ গ্রহণের মাত্র এক মাসেই নিজ এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মধ্যে দিয়ে কুড়িয়েছেন সাধারণ মানুষের প্রশংসা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। চলতি বছরের ১০ জানুয়ারি বুধবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মাত্র কয়েকদিন আগেই শপথ গ্রহণের একমাস পূর্ণ হয়েছে।

 

ছবি : সংগ্রহীত

নতুন করে সরকার গঠনের এক মাস সমাপ্ত হয়েছে। শপথ গ্রহণের পর থেকেই নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী নিজ নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন নতুন সংসদ সদস্যরা। এরই মধ্যে নিজ এলাকায় উন্নয়নের ঝলক দেখিয়ে এলাকাবাসীর কাছে বেশ সাড়া ফেলেছেন কুড়িগ্রাম-৪ আসনের তরুণ এমপি বিপ্লব হাসান। এবারই প্রথম তিনি সংসদ সদস্য হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দেশের তরুণ এমপিরা তাদের কার্যক্রমের মাধ্যমে এলাকা জুড়ে সারা ফেলেছে। সেই সাথে তাদের বিভিন্ন কার্যক্রমে, প্রশংসা কুড়িয়েছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

দেশের সবচেয়ে দরিদ্রতম জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রাম-৪ এর অঞ্চলগুলো এর মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আস্থা রেখেছিলেন তরুণ রাজনীতিবিদ ও আইনজীবী বিপ্লব হাসান পলাশের ওপর। শপথ গ্রহণের এক মাসের মধ্যে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন বিপ্লব হাসান।

তার নির্বাচনী প্রতিশ্রুতি গুলো ইতিমধ্যে বাস্তবায়ন করা শুরু করেছেন। এছাড়াও তরুণদেরকে বিভিন্ন কাজে অনুপ্রাণিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন।

দীর্ঘদিন থেকে চলে আসা সিএনজি অটো-রিক্সার চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন এই অঞ্চলের সিএনজি ও অটোরিকশা চালকরা। তিনি দায়িত্ব পাওয়ার পর সিএনজি অটোরিক্সার চাঁদাবাজি বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে সরজমিনে দেখা যায়, সিএনজি অটোরিক্সায় চাঁদাবাজি বন্ধ আছে। এতে খুশি চালকরা।

 

গত বছরের ৫ ই মে রাজিবপুরে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ করে ইজিবাইক শ্রমিকরা। ছবি : ঢাকাপ্রকাশ

তিনি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নিকট কুড়িগ্রামের জন্য পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনার অনুরোধ জ্ঞাপন করেন। এলাকার প্রতি এ ধরনের পদক্ষেপের ফলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা দিচ্ছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারী) নদী ভাঙ্গন রোধ ও স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে রাজিবপুর, রৌমারী ও চিলমারীর বিভিন্ন স্থানে নদী পরিদর্শন করেন এমপি বিপ্লব হাসান পলাশ ও পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের চেয়ারম্যান সহ আরো অনেকে। তার নির্বাচনে ইশতেহারের অন্যতম একটি নদী ভাঙ্গন রোধ ও স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা করা। যেটি বাস্তবায়নের লক্ষ্যে তিনি শুরু থেকেই কাজ করে যাচ্ছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

উপজেলা গুলোর হাট-বাজার গুলোতে টোল নির্ধারণ করে দেওয়া হয়। যা গত ১৫ বছরের মধ্যেও ব্যতিক্রমী একটি উদ্যোগ। কুড়িগ্রাম জেলা আওতাধীন হাট-বাজারের টোল আদায়ের চার্ট দেখা যায়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এছাড়াও তিনি নিজস্ব অর্থায়নে ব্রিজ স্থাপনের নজির গড়েছেন‌। যা কয়েকটি গ্রামের মানুষের মধ্যে যোগাযোগ সহজ করেছে। এতে প্রশংসাও পেয়েছেন সাধারণ মানুষের কাছে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

উপজেলা পরিষদ থেকে শুরু করে সব ধরনের মাসিক সভায় তার উপস্থিতি লক্ষণীয়। এতে করে তিনি সহজেই সমাধান করতে পারছেন এ অঞ্চলের সমস্যা গুলো। সেই সাথে প্রতিটি সমস্যার বিষয়ে সরাসরি অবগত হচ্ছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এমপি বিপ্লব হাসান হঠাৎ কুড়িগ্রামের চিলমারী সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সকালের দিকে তিনি পুরো হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। ভর্তিরোগীদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাধীন এক রোগী আবেগপ্রবণ হয়ে বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ তোমার মঙ্গল করুন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এসময় অপর এক রোগী জানান, চিকিৎসা সেবা ভালো হলেও খাবারের মান উন্নত নয়। সংসদ সদস্য উত্তরে বলেন, হাসপাতালের খাবার নিয়ে কেনো ধরনের ব্যবসা চলবে না। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও তিনি বাকি দুটি উপজেলার হাসপাতালগুলো পরিদর্শন করেছেন। সেই সাথে রোগীদের সমস্যা গুলোর বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ নিয়েছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

শীত ও শৈত্য প্রবাহের ফলে যখন সারাদেশে বিপর্যস্ত। কুড়িগ্রাম জেলা এর থেকে রেহাই পায়নি। কুড়িগ্রামে ৭ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝেও অধিকাংশ দিন শীতের প্রবাহ বিরাজ করেছে। এসময় কুড়িগ্রাম-৪ এর তিন উপজেলায় কয়েক হাজার কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এ বছরের টংগীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় রৌমারী, রাজিবপুর, চিলমারী থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীদের খোঁজ খবর তিনি প্রতিনিয়ত ইজতেমা ময়দানে অবস্থান করেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

তিনি সব সময় এলাকার খোঁজ-খবর রেখে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন এলাকায় সফর করছেন। সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ সরাসরি যোগাযোগ স্থাপন করার সুযোগ পাচ্ছেন। মসজিদ, মাদ্রাসা, সড়কের কাজ ও নির্মানের উদ্বোধনীতে তার উপস্থিতি এবং বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্যনীয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

হেনা ফাউন্ডেশনের রাজিবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন বলেন, বর্তমান এমপি এক মাসের মধ্যে কুড়িগ্রাম-৪ আসনে যেভাবে পরিবর্তন এনেছেন, এটি পাঁচ বছর ধরে রাখতে পারবেন কিনা এটি তার জন্য বড় চ্যালেঞ্জের বিষয়। তিনি নির্বাচনের আগে নিজের রাজনৈতিক দল ছাড়াও অন্যান্য দলের অনেকের কাছে এবং সাধারণ মানুষের প্রধান পছন্দ ছিলেন। তার উপরে দলমত নির্বিশেষে অনেকেই আস্থা রেখেছিলেন বলেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন। আশা করি আগামী পাঁচ বছরে তিনি জনগণের আস্থার প্রতিদান দিবেন। যেভাবে তিনি বর্তমানে কাজ করে যাচ্ছেন।

Header Ad
Header Ad

এস আলম পরিবারের ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম। ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে শেয়ার অবরুদ্ধের আবেদন করেন, যা শুনানি শেষে মঞ্জুর করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে দেখা গেছে, তিনি ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন।

এছাড়া, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ও তার পরিবারের সদস্যরা এসব অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং সরকারের অনুকূলে রাখার স্বার্থে শেয়ারগুলোর পাশাপাশি সেগুলো থেকে উদ্ভূত মুনাফা, আয় ইত্যাদি জরুরি ভিত্তিতে ফ্রিজ (অবরুদ্ধ) করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

থাকবে না সরকারি ছুটি

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা

পিলখানা হত্যাকাণ্ড। ছবি: সংগৃহীত

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করে আজই প্রজ্ঞাপন জারি হবে। এ বছর থেকে দিবসটি পালন করা হবে। তবে এ দিনে থাকবে না সরকারি ছুটি।

মন্ত্রিপরিষদ সচিবের এমন বক্তব্যের কিছু সময় পরই ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।

Header Ad
Header Ad

প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সরকারি পর্যায়ের চুক্তির (জি টু জি) আওতায় বিপুল পরিমাণ চাল নিয়ে একটি পাকিস্তানি কার্গো জাহাজ বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল আমদানি করছে, যা পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি) সরবরাহ করছে।

চলতি ফেব্রুয়ারির শুরুতে এই চুক্তি চূড়ান্ত করা হয়। দুই ধাপে চাল রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম চালানের আওতায় ২৫ হাজার টন চাল ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। আগামী মার্চের শুরুতে দ্বিতীয় চালানে আরও ২৫ হাজার টন চাল পাঠানো হবে।

এবারের চালান বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) কোনো জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশে পৌঁছাবে। এই ঘটনা দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ স্থগিত ছিল। এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং সামুদ্রিক পথ ব্যবহারের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরাসরি জাহাজ চলাচলের ফলে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ হবে এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এস আলম পরিবারের ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা
প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ
স্ত্রীর সামনে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
দুই ফুসফুসেই নিউমোনিয়া, পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
সংস্কার কমিশনের সুপারিশ: জুনেই স্থানীয় সরকার নির্বাচন
নওগাঁয় রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রযোজনায় নাম লেখালেন বুবলি  
চোখে লাল কাপড় বেধে ঢাকার উদ্দেশ্যে কুয়েটের ৮০ শিক্ষার্থী  
বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘরে হামলা  
আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ  
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার  
দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস  
সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানালো র‍্যাব  
এ বছরই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : দুদু  
জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিল না ইসরাইল  
জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া