প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ব্লেডের পোঁচ, তরুণ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ব্লেডের পোঁচ দিয়ে আহত করার মামলায় সাব্বির হাওলাদার নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার র্যাবের সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
গ্রেপ্তার সাব্বির (২২) উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার ঠুঁটাখালী (দক্ষিণ বড় মাছুয়া) গ্রামের নবম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সাব্বির। কিন্তু ওই ছাত্রী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। গত ২৬ নভেম্বর ভুক্তভোগী স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সাব্বির তার পথরোধ করে। এক পর্যায়ে ব্লেড দিয়ে ওই ছাত্রীর দুই গালে পোঁচ দিয়ে সে পালিয়ে যায়। সহপাঠী ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা সাব্বিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই সাব্বির পলাতক ছিল। থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান শনাক্তের পর র্যাব-৭-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।