বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

পুলিশ উপ-পরিদর্শক হত্যা মামলার প্রধান আসামি নওগাঁয় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশবাহীনির সদস্য হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে (৪৫) নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এবং র‍্যাব-২ এর যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে জেলার মান্দা উপজেলায় র‍্যাবের যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল নওগাঁ সদর থানার চকবিরাম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আর নিহত পুলিশ সদস্য নীলফামারী জেলায় ডিএসবিতে (এসআই) উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত পুলিশ কর্মকর্তা নীলফামারী জেলায় বিশেষ পুলিশ শাখায় (ডিএসবিতে) এসআই পদে কর্মরত ছিলেন। কাজের সুবাদে তিনি গত ২০২৩ সালের ৩ অক্টোবর রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য প্রদান শেষে তিনি ও তার বন্ধু মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফুলবাড়ি উপজেলায় যাচ্ছিলেন। যাওয়ার পথে বিরামপুর সরকারি কলজ সংলগ্ন তেল পাম্পের সামনে পৌঁছলে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁ গামী ফারুক পরিবহন নামক বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।

পরবর্তীতে নিহত পুলিশ কর্মকর্তার পিতা বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এবং র‌্যাব-২ এর যৌথ আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়। তবে আসামি বাবুল প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র‌্যাব-৫ এবং র‌্যাব-২ এর যৌথ অভিযানে ৭ ফেব্রুয়ারি ভোরে নওগাঁ জেলার মান্দা থানা এলাকা হতে এজাহার নামীয় পলাতক আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে ওই দিনই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Header Ad
Header Ad

শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ, জানিয়েছে ডিএমপি

ছবি: সংগৃহীত

শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্যের বেচাকেনা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি ও পটকা ফোটানোসহ ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ঢল

স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ঢল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিশাল শোডাউন করেছে। দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে কোণঠাসা থাকা এই দলটি এবার শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের রাজপথে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোনাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াত নেতারা এই শোভাযাত্রাকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেন। পথসভায় গোপালগঞ্জ-১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং গোপালগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

জামায়াত নেতাদের মতে, তাদের লক্ষ্য হচ্ছে গোপালগঞ্জসহ সারা দেশে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা।
গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন, ‘গোপালগঞ্জসহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা নির্বাচনী জিহাদে অংশ নিচ্ছি।’

বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতকে নিষিদ্ধ করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। যুদ্ধাপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয় এবং ছাত্র সংগঠন ছাত্রশিবিরের কার্যক্রম বন্ধ করা হয়। দীর্ঘদিন ধরে দলটি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও বর্তমান পরিস্থিতিতে আবারও সক্রিয় হয়ে উঠছে।

বিশ্লেষকরা মনে করছেন, গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের দুর্গে জামায়াতের এই ধরনের শোডাউন রাজনৈতিক প্রেক্ষাপটের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় যেখানে জামায়াত নেতাকর্মীদের প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে দেখা যেত না, সেখানে এবার তারা প্রকাশ্যে মিছিল ও পথসভা করছে।

এই শোভাযাত্রা রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশ্ন তুলেছে, এতদিন কোথায় ছিলেন এই নেতাকর্মীরা এবং কীভাবে এত বড় সমর্থন অর্জন করল জামায়াত? সামনের দিনগুলোতে গোপালগঞ্জের রাজনীতিতে কী পরিবর্তন আসে, তা দেখার বিষয়।

 

 

 

Header Ad
Header Ad

শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’

শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ প্রদর্শিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বড় পর্দায় শর্টফিল্মটি দেখানো হয়, যেখানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আমরা মনে করি, জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ একসঙ্গে পতন হয়েছে, যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আগামীর গণতান্ত্রিক সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্নে আবরারের আত্মত্যাগ চিরস্মরণীয় থাকবে। সেই চেতনা জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, “শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতীক হয়ে উঠেছেন। এই শর্টফিল্ম প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে, কীভাবে ফ্যাসিস্ট সরকারপন্থী ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাত।”

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। ইতোমধ্যে শর্টফিল্মটি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে এটি দেখানো হয়েছে।

এবার বাংলাদেশের দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পেয়েছে শর্টফিল্মটি। প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে গঠিত সোশ্যাল এন্টারপ্রাইজ ‘একটিফুল’ জানায়, ১২ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেল ‘একটিফুল’-এ শর্টফিল্মটি প্রকাশ করা হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ, জানিয়েছে ডিএমপি
স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ঢল
শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’
মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
কাফনের কাপড় পরে আন্দোলনে নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা
১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল
র‍্যাবের বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ‘সবাই বসে’ সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি
প্রিয়জনকে চুম্বনের যত উপকারিতা  
এরকম একটা ঘরে হয়তো আমার বন্ধুকে আটকে রাখা হয়েছিল, আয়নাঘর নিয়ে ফারুকী
ছাত্রদের নতুন দলের ঘোষণা আসতে পারে ২৪ ফেব্রুয়ারি
বাংলাদেশে এ বছরই আসতে পারে স্টারলিংক  
টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ  
আসাদের পতনের পর পুতিন ও আল-শারার প্রথম ফোনালাপ  
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার কফিন মিছিল
রোজার আগেই বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস