সিলেটে ইভটিজিংয়ের প্রতিবাদে হামলা, আটক যুবক
সিলেট নগরীর মেন্দিভাগ এলাকায় ইভটিজিংয়েরে প্রতিবাদ করায় এক কিশোরীর মামার উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুলতান আহমদ (৩০) নামের অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
আটক সুলতান নগরীর মেন্দিভাগ এলাকার ইমরান স্টোরের দোকান কর্মচারী। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ধর্মপাশা লাফনাউট গ্রামের অলিউর রহমানের পুত্র।
হামলার শিকার ওই ব্যাক্তি বলেন, 'ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আমার ভাগনিকে কয়েকদিন থেকে নানা ভাবে উত্যক্ত করছে ইমরান স্টোরের দোকান কর্মচারী। গতকাল আমার ভাগনি বাসা থেকে বের হয়ে ক্লাসে যাওয়ার সময় রিকশার জন্য দাঁড়ানো অবস্থায় তাকে উত্যক্ত করে সে। ব্যাপারটি আমাদের জানানো হলে আজ (শনিবার) দুপুরে তাকে জিজ্ঞাসা করতে গেলে দোকান মালিকসহ কয়েকজন মিলে আমার উপর হামলা চালায়। এ ঘটনায় আমি মামলা দায়ের করব।'
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে দোকান কর্মচারীকে আটক করা হয়েছে। মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসইউ/এসআইএইচ