গাঁজা খেতে সিগারেট কেনার টাকা না দেওয়ায় বন্ধুকে হত্যা
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিগারেট কেনার জন্য ৫০ টাকা না দেওয়ায় অটোরিকশা চালক বন্ধু মামুনুর রশিদকে (২০) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি মো. সোহাগ (২৪)।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. ইকবাল হোসাইন এ জবানবন্দি রেকর্ড করেন।
মো. সোহাগ বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ দোয়ালিয়া গ্রামের বদিউর জামানের ছেলে। নিহত মামুন বেগমগঞ্জ উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের মো. কবিরের ছেলে।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে বেগমগঞ্জ থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২২ তারিখ থেকে অটোরিকশা চালক মামুন নিখোঁজ ছিল। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে রাজগঞ্জ ইউনিয়নের মামুন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি আর বলেন, মূলত তাদের মধ্যে এক বছর ধরে বন্ধুত্ব। তারা একসঙ্গে নেশা করতো। ঘটনার দিন মামুন সোহাগকে গাঁজা খাওয়ার জন্য ৫০ টাকার সিগারেট আনতে বলেন। সোহাগ ৫০ টাকার সিগারেট নিয়ে আসলে পরে সেই টাকা তাকে মামুন না দেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ পাশে থাকা ইট দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। এরপর ইটটি পাশের পুকুরে ফেলে পালিয়ে যান।
বিজয়া সেন আরও বলেন, সুরতহাল করার সময় ভুক্তভোগীর মাথার পিছনের ডান পাশে, কপালের বাম পাশে জখমের চিহ্ন দেখা যায় এবং মৃতদেহ আংশিক পচা, পেট ফোলা ও চেহেরা বিকৃত অবস্থায় দেখা যায়। আলামত হিসেবে মাথায় আঘাত করা ইটটি পুকুর থেকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলের পাশে বাগান থেকে ভুক্তভোগীর পরিহিত স্যান্ডেল উদ্ধার করে জব্দ করা হয়। আসামিকে চরজব্বর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম, এসআই (নিরস্ত্র) ফিরোজ আহমেদ ও তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) আওলাদ হোসেন রিকাবদার প্রমুখ উপস্থিত ছিলেন।