কুড়িগ্রামে স্কুলছাত্রী অপহরণ: আটক যুবক কারাগারে
কুড়িগ্রামের উলিপুরে অপহরণের ৮ দিন পর দশম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের নাপিত পাড়া এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আব্দুল হালিম নামে এক যুবককে আটক করা হয়।
আটক যুবককে দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয় এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ী দিগর এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল হালিম (২২) প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে আসা-যাওয়া করতো। বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে প্রেম ভালোবাসাসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসত। এতে ওই ছাত্রী রাজী না হলে গত ১৯ জানুয়ারি মালতিবাড়ী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে হালিম ও তার সাঙ্গপাঙ্গসহ তাকে অপহরণ করে নিয় যায়। এ ঘটনা জানতে পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার সকালে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির।
এসিআর/এসআইএইচ