দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও নেমে যাওয়ার শঙ্কা আছে। সব মিলিয়ে অনেকটাই বিপর্যস্ত হয়ে উঠছে নওগাঁর জনজীবন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে নওগাঁয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার বদলগাছির স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলে গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বনিম্ন তাপমাত্রা। তবে এমন পরিস্থিতির মধ্যেও বসে নেই দিনমজুর, কৃষক, শ্রমিকরা। জীবিকার তাগিদে মাঠে নেমেছেন তারা।
শীতের তীব্রতা আর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় আজ সকাল থেকে নওগাঁ শহরে মানুষের সমাগম কমে গেছে। কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। কমে গেছে যানবাহন চলাচল।
এদিকে এই শীতে খেটে খাওয়া মানুষরা আছেন চরম বিপদে। গত ২-৩ দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে মানুষ সাধারণ কাজকর্ম করতে পারছে না। শহরেও রিকশা-ভ্যানচালকরা একটু পর পর হোটেল কিংবা চায়ের দোকানে চুলার কাছে গিয়ে তাপ নিচ্ছেন। শিশু-বৃদ্ধরা ঘর থেকে বের হতে পারছেন না। দিনভর ঘরের মধ্যে কম্বল জড়িয়ে থাকতে হচ্ছে। খড়কুটো জালিয়ে উষ্ণতা নিচ্ছেন অনেকেই। অন্যদিকে রাত যতই গভীর হয়, কুয়াশার মাত্রাও ততই বাড়তে থাকে। এর ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও।
এক রিকশাচালক বলেন, ‘আজ খুব ঠান্ডা পড়েছে। মানুষজন নাই। ঠান্ডায় ঠিকঠাক গাড়ি চালানো যাচ্ছে না। এমন শীত থাকলে আমার মতো গরিব মানুষের জন্য সমস্যা।’
এ ব্যাপারে নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ফেরদৌস মাহমুদ জানান, নওগাঁয় তাপমাত্রা ৭ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। শৈত্যপ্রবাহ আরও দুই-তিন দিন থাকতে পারে।
এসআর/এসআইএইচ