শিক্ষিকার ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি পাঠিয়ে কু-প্রস্তাব, স্কুলশিক্ষক আটক
পুলিশের হাতে আটক স্কুলশিক্ষক উদয়ন ত্রিপুরা। ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে স্কুলশিক্ষিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করার অপরাধে স্কুলশিক্ষক উদয়ন ত্রিপুরাকে (২৭) আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।
আটক উদয়ন ত্রিপুরা সদর উপজেলার অমৃত পাড়া এলাকার রঞ্জিত ত্রিপুরার ছেলে। ভাইবোন ছড়া বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভুয়া ফেসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছেন। এ ছাড়াও ওই শিক্ষিকাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেন অভিযুক্ত। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন উদয়ন। গ্রেপ্তারকৃত এই শিক্ষকের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগ দায়ের করার ৩৬ ঘন্টার মধ্যে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন করা হবে জানান পুলিশের এ কর্মকর্তা।