বরিশালে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
বরিশাল নগরী থেকে বোমা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার বাবুল হাওলাদার হত্যাসহ একাধিক মামলার আসামি।
শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় র্যাব-৮ এর কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (২৮ জানুয়ারি) সকালের দিকে নগরীর লঞ্চঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড অ্যামোনেশন, তিনটি তাজা ককটেল জব্দ করা হয়। এ ছাড়া ককটেল তৈরির উপকরণ ৮০০ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুটি প্যাকেট বিয়ারিং বল, ১০টি জৰ্দ্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের বৈদ্যুতিক তার ৫ মিটার, দুই কেজি কাচের টুকরা, দুটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।
বাবুল হাওলাদারের স্বীকারোক্তিতে জানা যায়, তিনি পেশাদার অস্ত্র ব্যবসায়ী।এ ছাড়া তিনি নিজেই বোমা তৈরির কাজ করেন এবং বোমা তৈরির সরঞ্জামাদি বিক্রি ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ রাখেন। এ ছাড়া তার বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, চুরি, মাদক, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
এসঅ/এসএন