উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন
রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন। ছবি: সংগৃহীত
পাঁচদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। চারটি ইউনিট সেখানে পৌঁছেছে। ৮-৯টি ঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ৬ জানুয়ারি রাতেও ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে যায় ১ হাজারের বেশি ঘর।
১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আগুনে এ পর্যন্ত ১৫-২০ ঘর পুড়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করেছে। আগুন কীভাবে ছড়াল এ বিষয়ে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছে।