গাজীপুর-৫ আসনে বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী আকতারুজ্জামান
ছবি : ঢাকা প্রকাশ
গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন ডাকসুর সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেহের আফরোজ চুমকী। তিনি ছিলেন টানা তিনবারের সংসদ সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের সভাপতি এবং প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৭ জানুয়ারী রাত ১০.২০ ঘটিকায় সকল কেন্দ্র হতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী জনাব আকতারুজ্জামানের ট্রাক প্রতীক পেয়েছে ৮২৭২০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মেহের আফরোজ চুমকির নেীকা প্রতীক পেয়েছে ৬৭৭৮৩ ভোট। ভোটের ব্যবধান ১৪৯৩৭ ভোট।
উপজেলার ৯০ টি কেন্দ্রের সর্বমোট ভোটারের সংখ্যা ২৪৩৮৬২। ভোট দিয়েছেন ১৫৬০৭০ জন ভোটার। এরমধ্যে বৈধ ভোট ১৫৬৫৭২ এবং বাতিলকৃত ভোট ২৪৯৮ টি।
কালিগঞ্জ উপজেলার ৯০টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টায় সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র গুলো ঘুরে ব্যাপক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপজেলার সকল কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ টিম নিয়মিত কেন্দ্রে ঘুরতে দেখা যায়। নির্বাচনী ভোট কেন্দ্রগুলোর দুই একটি জায়গা ব্যতীত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেওপাড়া ফেরীঘাট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তা নিয়ন্ত্রণ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করেন। ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি।
বাহাদুরসাদী ২ কেন্দ্রের ভোটার রহিমা খাতুন (৬৫) জনপ্রিয় অনলাইন ঢাকা প্রকাশ কে জানান এত সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি তিনি।
জনাব আকতারুজ্জামান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ৭ম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেণ। একই সময়ে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত গাজীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালে তিনি গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পুননির্বাচিত হন।