চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে দ্রুত করোনা টেস্ট ল্যাব স্থাপনে নির্দেশনা
জরুরিভিত্তিতে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করার জন্য চট্টগ্রাম ও সিলেটের দুই বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (০৫ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শাহরিয়ার কবীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড-পিসিআর এবং আরটি-পিসিআর ল্যাব স্থাপনে দ্রুত পদক্ষেপ নিতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই চারটি প্রতিষ্ঠান হলো, প্রেসক্রিপশন পয়েন্ট (বাড্ডা, ঢাকা), ল্যাবঃ এইড লিঃ (ধানমন্ডি, ঢাকা), মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড (লাকসাম রোড, কুমিল্লা), শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) ক্লিনিক লিঃ (আগ্রাবাদ, চট্টগ্রাম)।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন)-এর সভাপতিত্বে আয়োজিত এক সভায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড-পিসিআর এবং আরটি-পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ ডিসেম্বর চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর দুটিতে র্যাপিড-পিসিআর এবং আরটি-পিসিআর ল্যাব স্থাপনে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এরপর সকল প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে ১৭টি প্রতিষ্ঠানকে যাচাই-বাছাই করে একটি খসড়া প্রস্তুত করা হয়। সে অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের খরচ এক হাজার ৬০০ টাকা কোনো যাত্রী পরিশোধ করবে না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ টাকা পরিশোধ করবে।
করোনা মহামারির মধ্যে বাংলাদেশ থেকে বিমানযোগাযোগ শুরু করার জন্য সংযুক্ত আরব আমিরাত শর্ত জুড়ে দেয়। আমিরাতের দেওয়া শর্তের মধ্যে রয়েছে- বাংলাদেশের বিমানবন্দর থেকে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে ফল নেগেটিভ আসতে হবে। এছাড়া আমিরাতে প্রবেশ করার পর আবার করোনা পরীক্ষা করা হবে।
আমিরাতের দেওয়া ৬ ঘণ্টার মধ্যে পরীক্ষার শর্তের জন্য বাংলাদেশে আটকে যান প্রায় ৭ হাজার প্রবাসী। এরপর বাংলাদেশে গত ২৮ সেপ্টেম্বর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম আরটি-পিসিআর টেস্ট শুরু হয়। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড-পিসিআর এবং আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে।
/এএন