পদত্যাগ করে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করুন: জিএম কাদের
ছবি: সংগৃহীত
রংপুরে জাতীয় পার্টির জনপ্রিয়তা আর প্রভাব কমেছে। অপরদিকে আওয়ামী লীগের প্রভাব এবং জনপ্রিয়তা বেড়েছে বলে দলটির দাবি উড়িয়ে দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) ক্ষমতা থেকে পদত্যাগ করে বাইরে এসে আমাদের সঙ্গে নির্বাচন করুক। তখন কার কী প্রভাব আছে আমরা দেখে নেবো।’
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর মেডিক্যাল পূর্ব গেট ও ধাপ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রংপুরের ছয়টি আসনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে এবং অবস্থা যদি স্বাভাবিক থাকে, আমরা অনেক কনফিডেন্ট ছয়টি আসনেই জয়লাভ করবো। রংপুরে জাতীয় পার্টির জনপ্রিয়তা এখনও আগের মতোই আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় জাতীয় পার্টির কয়েকজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এটা কোনও দলীয় সিদ্ধান্ত নয়। তারা হয়তো কারও দ্বারা প্রভাবিত হয়ে, না হয় প্রচার পাওয়ার জন্য এসব করছেন। এসব ঘটনা উদ্দেশ্যমূলক এবং দলের শৃঙ্খলা পরিপন্থি। যেসব প্রার্থী এভাবে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠেছি। ট্রেন চলছে। অনেক জায়গাতেই আমাদের দলের অবস্থা ভালো। নির্বাচন থেকে সরে যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।’
মতবিনিময়কালে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টি নেতা আজমল হোসেন লেবু, আব্দুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। পরে তিনি নগরীর মেডিক্যাল পূর্ব গেট থেকে ধাপের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।