রবিবার, ৯ মার্চ ২০২৫ | ২৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিপিডিতে অনেক রাশিয়ান অর্থনীতিবিদ আছেন, যারা ঘরে বসে অঙ্ক কষে ব্যাংকিং খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের মতো আজগুবি তথ্য দিয়েছেন।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় গণসংযোগ শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় সিপিডির প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী বলেন, ‘রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।’

নির্বাচনী প্রচারণায় এ কে আব্দুল মোমেন

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত সিপিডিতে যারা আছেন তাদের অনেকেই রাশান ইকোনোমিস্ট। তারা ঘরে বসে অঙ্ক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য। সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে।’

এ সময়, গার্মেন্টকর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, ‘তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।’

উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন- ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

সিপিডির মিডিয়া ব্রিফিং

 

প্রসঙ্গত, সম্পতি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, ২০০৮ থেকে ২০২৩-এই ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে ছোট-বড় ২৪টি অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেয়া এ অর্থ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ১২ শতাংশের বেশি। অথচ এ অর্থে অনায়াসে বাজেট–ঘাটতি মেটানো সম্ভব হতো।

Header Ad
Header Ad

ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে, বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। শুরুর দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তবে সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা আবারও বৃদ্ধি পেয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধের পাশাপাশি বেড়েছে ধর্ষণের ঘটনা।

সম্প্রতি মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিতে ধর্ষণের শিকার আছিয়াকে দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার ধর্ষণে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেবে না। তার কয়েক ঘণ্টা পরই ধর্ষণ মামলার দ্রুত বিচার নিয়ে বক্তব্য দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, "ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি, ৯০ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করতে হবে।"

এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকেই কার্যকর বাস্তবায়ন নিয়ে সন্দিহান। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

Header Ad
Header Ad

ধর্ষণ প্রতিরোধে নারীদের কারাতে শেখার আহ্বান চিত্রনায়ক রুবেলের

চিত্রনায়ক রুবেল। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ বেড়েই চলেছে। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতা। এমনকি অবলা শিশুরাও এই নৃশংসতার শিকার হচ্ছে।

ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারীদের আত্মরক্ষার কৌশল রপ্ত করা জরুরি বলে মনে করেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি সবসময় বলে এসেছি, নারীদের জন্য কারাতে শেখা অত্যন্ত প্রয়োজনীয়। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন বাসচালকরা ধর্ষণ করেছিল, তখনই বলেছিলাম— আমাদের কারাতে শেখা উচিত।"

 

চিত্রনায়ক রুবেল। ছবি: সংগৃহীত

নারীদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারাতে প্রশিক্ষণ চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, "স্কুল-কলেজে নারীদের কারাতে শেখানো উচিত। আমি মনে করি, ছেলেদের আগে নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করা বেশি জরুরি। একজন নারী যখন বাইরে যায়, তখন তার আত্মরক্ষার প্রবণতা তুলনামূলক কম কাজ করে। তবে যদি সে কারাতে শেখে, তাহলে নিজেকে রক্ষা করার পাশাপাশি নিজের পরিবারকেও সুরক্ষিত রাখতে পারবে।"

 

চিত্রনায়ক রুবেল। ছবি: সংগৃহীত

নারীদের জন্য মার্শাল আর্ট শেখাকে অপরিহার্য উল্লেখ করে রুবেল বলেন, "প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া উচিত। যদি আমরা নারীদের কারাতে শেখাতে পারি, তাহলে ধর্ষণের ঘটনা অন্তত ৭০ শতাংশ কমে যাবে।"

দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সম্প্রতি অভিনয়ে ফিরেছেন রুবেল। তাকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফী নির্মিত ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'-তে। এই সিরিজে আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু ও সুমন আনোয়ার প্রমুখ। মুক্তির পর থেকেই সিরিজটি বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।

Header Ad
Header Ad

সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করছে পুলিশ

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরির কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের প্রতিটি থানায় এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। মূলত পাঁচটি বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বলা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি কোনো ধরনের হয়রানি বা মামলার উদ্দেশ্যে নয়; বরং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুধু ছাত্রলীগ নয়, দেশে নিষিদ্ধ সব ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গতিবিধি, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তবে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, আত্মগোপনে থাকা এসব নেতাকর্মী সংগঠিত হয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। এ কারণেই তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

থানাগুলোতে পাঠানো নির্দেশনায় ছাত্রলীগের নেতাদের পূর্ণ নাম, পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর (যদি থাকে), রাজনৈতিক পরিচয়, সংগঠনে অবস্থান, অতীত ও বর্তমান কার্যক্রমের বিস্তারিত তথ্য, এবং তাদের বিরুদ্ধে কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা থাকলে সেই তথ্যও জরুরি ভিত্তিতে সরবরাহ করতে বলা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এটি কেবল ছাত্রলীগ নয়, দেশে নিষিদ্ধ অন্য সব সংগঠনের ক্ষেত্রেও প্রযোজ্য।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সংগঠনের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হলেও অধিকাংশ এখনো আত্মগোপনে রয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে, বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা
ধর্ষণ প্রতিরোধে নারীদের কারাতে শেখার আহ্বান চিত্রনায়ক রুবেলের
সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করছে পুলিশ
আদালতে তোলার সময় ‘ধর্ষক’কে গণধোলাই
মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ
ধর্ষণ-নিপীড়ন ইস্যুতে ছাত্রদলের নতুন কর্মসূচি
ছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার শিক্ষক বললেন ‘শয়তানের প্ররোচনায়’
বনশ্রীতে স্বর্ণ ডাকাতি মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের নেতা
সাবেক এমপির বাড়িকে পাগলাগারদ বানানো হলো না ‘সমন্বয়কের’(ভিডিও)
ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা  
কুমিল্লায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
রাজু ভাস্কর্যকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষনা, ধর্ষকের প্রকাশ্যে শাস্তিসহ ২ দাবি  
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে দুই দিনে হাজারেরও বেশি বেসামরিক নিহত
শিরোপার লড়াইয়ে, শেষ হাসি কার ভারত নাকি কিউইদের
মধ্যরাতে উত্তাল ঢাবি, ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি  
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং
পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে ডেকেছে তদন্ত কমিশন
ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরায়েলি নারী, একজনের মরদেহ মিলল লেকে
নারী দিবসে জ্যাকলিনের চমক! এই প্রথম বাংলা গান গাইলেন অভিনেত্রী (ভিডিও)