‘পাগলের মার্কা নৌকা’ বলায় আওয়ামী লীগ নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত
‘এবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা।' স্বতন্ত্র প্রার্থীর পথসভায় এমন মন্তব্য করায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
রোববার (২৪ ডিসেম্বর) পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার নির্বাচন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আসিফ এলাহী এ আদেশ দেন।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২১ ডিসেম্বর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনসার উদ্দিন মোল্লা স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর মার্কার পক্ষে নির্বাচনী পথসভা ও প্রচারণায় উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যের সচিত্র সংবাদ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এমন বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) ধারার লঙ্ঘন মর্মে প্রতীয়মান।
এমতাবস্থায়, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার নির্বাচন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করেছে নির্বাচন কমিশন।