ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের যুবক ইয়াসিন শেখ। সম্প্রতি তিনি রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন। ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ হারান ইয়াসিন, এবং তার মৃত্যুর খবর পৌঁছায় ঈদের পরদিন। পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান, কারণ তারা কিছুদিন আগেই তার কাছ থেকে শেষ বার্তা পেয়েছিলেন।
ইয়াসিনের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। কিন্তু দেশের সেনাবাহিনীতে সুযোগ না পাওয়ার পর, তার সেই স্বপ্ন পূর্ণ হয় রাশিয়াতে। গত বছর রাশিয়ায় কাজের সুযোগ পেয়ে তিনি সেখানে চলে যান এবং এরপর রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। ফেসবুকে নিয়মিত তার যুদ্ধে অংশগ্রহণের ছবি ও ভিডিও আপলোড করতেন ইয়াসিন। শেষ ভিডিওতে তিনি তার বাবার স্বপ্ন পূরণ, সরকারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ এবং যুদ্ধের প্রতি তার মনোভাব শেয়ার করেছিলেন।
নিহতের বড় ভাই রুহুল আমিন বলেন, রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শেখে ইয়াসিন। পরে বন্ধুর সহায়তায় ইয়াসিন রাশিয়ায় একটি কোম্পানিতে ভালো চাকরি পান। সবই ঠিকঠাকমতো চলছিল। পরে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিলে সব ওলটপালট হয়ে যায়।
তিনি বলেন, রাশিয়ায় যাওয়ার সময় ইয়াসিনের মা ও বড় ভাইকে গাড়িতে করে ঢাকায় নিয়ে অনাপত্তিপত্রে তাদের স্বাক্ষর নেয় রাশিয়ায় পাঠানো এজেন্সির লোকজন। গত ২৬ মার্চ তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেন ইয়াসিন। কয়েকদিনের মধ্যেই দশ লাখ টাকা পাঠাবে বলে মাকে জানিয়েছিলেন তিনি।
ইয়াসিনের লাশের কী অবস্থা, লাশ দেশে আনা যাবে কি না তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার। ছেলের ছবি নিয়ে মায়ের কান্না থামছেই না। শোকে হতবিহ্বল পরিবারের সদস্যরা। গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান বলেন, ইউক্রেনে থাকা ইয়াসিনের সহযোদ্ধারা মোবাইল ফোনে জানিয়েছে, তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে, লাশ পাওয়ার সম্ভাবনা নেই। পরিবারটি যেন ক্ষতিপূরণ পায় সেজন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার সুনন্দা সরকার প্রমা নিহতের বাড়িতে যান। তিনি বলেন, ইয়াসিনের মরদেহ দেশে ফেরত আনাসহ অন্যান্য কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হবে। পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান জানান, বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে সকল প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে।