রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপজেলায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার মৃত্যুতে পদশূণ্য হওয়া এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন দুইজন প্রার্থী। বর্তমানে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। অপরজন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মো. মোহাসিন মিয়া, তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আশা করছি কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজৈর উপজেলার নির্বাচন শেষ হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ জুলাই মারা যান রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে শূন্যস্থানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।
কেএফ/