গাইবান্ধা- ৫ আসনে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আওয়ামী মনোনীত প্রার্থী রিপনের জনসংযোগ
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আওয়ামী মনোনীত প্রার্থী রিপনের জনসংযোগ। ছবি: সংগৃহীত
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিঘ্ন হয়েছে জনসাধারণের কর্মজীবন। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই জনসংযোগ করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পদুম শহর ইউনিয়নের রেল গেট, নয়াবন্দর বাজারে সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এই নৌকার মাঝি।
জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এই এমপি। সেই সঙ্গে সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন। মাহমুদ হাসান রিপন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে আবারও এই এলাকাবাসী নৌকাকে বিজয়ী করে এলাকায় উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে মাহমুদ হাসান রিপন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে সাঘাটা-ফুলছড়ি উপজেলাবাসী আবারও নৌকাকে বিজয়ী করবেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গত ১৫ নভেম্বর ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই-বাছাই করবেন ১-৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল ও নিষ্পত্তি ৫-১৫ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।