বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (০৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে হরিপুর থানার ওসি ফিরোজ ওয়াহিদ ও ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবির কাঁঠালডাঙ্গী বিওপির কোম্পানি কমান্ডার এন্তাজুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রা‌মের নজরুল ইসলামের ছেলে মখলেছুর রহমান (২৭) এবং একই এলাকার আব্দুল বাসেদের ছে‌লে জহুরুল ইসলাম (২৬)।

হরিপুর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, দুপুরে নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয় এবং তার শরীর গুলিবিদ্ধ অবস্থায় ছিল। পরে স্থানীয়রা মখলেছুর রহমানকে শনাক্ত করেন। তার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Header Ad

জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার

ছবি: সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন সাউথ আফ্রিকার তরুণ ক্রিকেটার জেরাল্ড কুটসিয়া। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় দক্ষিণ আফ্রিকান পেসারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

কুটসিয়ার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তার সঙ্গে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের পেসার সুফিয়ান মেহমুদকেও শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার জানায় আইসিসি।

আচরণবিধি ভাঙার দায়ে এডওয়ার্ডস ও সুফিয়ানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এডওয়ার্ডসের নামের পাশে দুটি ও সুফিয়ানের নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ভারতের বিপক্ষে গত শুক্রবার চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কুটসিয়া। ওয়াইড দেওয়ায় আম্পায়ারকে উদ্দেশ্য করে অনুপযুক্ত মন্তব্য করে বসেন তিনি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের ভুল স্বীকার করে নেন কুটসিয়া। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এডওয়ার্ড ও সুফিয়ানকে শাস্তি দেওয়া হয়েছে ওমান ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভাঙার কারণে। গত শনিবারের ওই ম্যাচে দুই দফায় শৃঙ্খলা ভাঙেন এডওয়ার্ডস। তাকে এলবিডব্লিউ দিলে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। ব্যাট দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, বল ব্যাটে লেগেছে। পরে মাঠ ছাড়ার সময় নিজের ব্যাট ও গ্লাভস ছুঁড়ে মারেন তিনি।

আর তেজা নিদামানুরুকে আউট করে ব্যাটসম্যানের সামনে গিয়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার ইশারা দেন সুফিয়ান। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন।

Header Ad

জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।

আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত। তার পিতার নাম মো. রেজাউল করিম।

একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যার দিকে কলা ভবনের সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা করিম। এসময়, হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান আফসানা। পরবর্তীতে তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান বলেন, আফসানাকে গুরুতর আহত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আমি এ মুহূর্তে সাভারের এনাম মেডিকেলে এসেছি। ডাক্তারের কাছ থেকে বিস্তারিত জেনে তারপর মৃত্যুর বিষয়টি বলতে পারবো।

তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারবো।

এদিকে, আফসানার মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িত রিকশা চালকের শাস্তির পাশাপাশি ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ওইদিন রাত ৯ টার দিকে বিক্ষোভ মিছিল বের করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Header Ad

মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান

ফাইল ছবি

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে একাত্তরে ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জামায়াতে আমির বলেন, আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। ১৫টি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো র‍্যালি করতে দেয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি।

তিনি বলেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না।

বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডা. শফিক বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো, সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয়েই সম্পন্ন হয়েছে। আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সাথে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন।

জামায়াতের আমির বলেন, প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন। মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্যেও আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে। এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন।

জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার অর্ধশতকেরও বেশি সাংবাদিক এতে অংশ নেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার
জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান
৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের