গাইবান্ধায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত ১৬ জনের
ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৫২ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটানিং কর্মকর্তা। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্রসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৮ জনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। হলফনামায় তথ্য গোপন, এক শতাংশ নমুনা ভোটারের স্বাক্ষর ও তথ্যের গরমিলসহ বিভিন্ন ক্রটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল ও স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল।
জানা যায়, দাখিল করা মনোনয়নপত্রে হলফনামায় তথ্য গোপন, নমুনা ভোটারের স্বাক্ষর ও তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়।
গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনে চারজনের মনোনয়নপত্র বাতিল ও পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। মনোনয়ন বাতিল করা চারজন হলেন- খেলাফত আন্দোলনের হাফিজার রহমান সরদার, স্বতন্ত্র মোস্তফা মহসিন, আব্দুল্লাহ নাহিদ নিগার ও এবিএম মিজানুর রহমান। এছাড়া স্থগিত করা হয়েছে জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ, বিএনএফের ওমর ফারুক সিজার, গণফ্রন্টের শরিফুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র জয়নাল আবেদীন। আসনটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
গাইবান্ধা- ২ (সদর) আসনে জাসদ ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল ও দুই জনের মনোনয়ন স্থগিত করা হয়। মনোনয়ন বাতিল করা পাঁচজন হলেন- কৃষক শ্রমিক জনতা লীগের আবু তাহের সায়াদ চৌধুরী, আওয়ামী লীগের স্বতন্ত্র শাহ সারোয়ার কবীর ও তার স্ত্রী স্বতন্ত্র মাসুমা আক্তার, রফিকুল ইসলাম ও সাজেদুর রহমান। স্থগিত করা হয়েছ- জাসদের গোলাম মারুফ মনা ও জাকের পার্টির জহুরুল ইসলামের মনোনয়নপত্র। এ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়া তিনজন হলেন- আওয়ামী লীগের মাহাবুব আরা বেগম গিনি, জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন।
গাইবান্ধা- ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে তিনজনের মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। মনোনয়ন বাতিল হওয়া তিনজন হলেন- জাসদের খাদেমুল ইসলাম খুদি, স্বতন্ত্র আবু জাহিদ নিউ ও আবু জাফর তৈয়ব। এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র সাহারিয়া খাঁন বিপ্লব ও স্বতন্ত্র মঞ্জরুল হক সাচ্চারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আসনটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
গাইবান্ধা- ৪ (গোবিন্দগঞ্জ) আসনে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া তিনজন হলেন- এনপিপির রুমি আকরাম, স্বতন্ত্র জাহাঙ্গীর হোসেন ও শ্যামলেন্দু মোহন রায়। এ ছাড়া স্থগিত করা হয়েছে জাতীয় পার্টির কাজী মশিউর রহমানের মনোনয়ন। এ আসনটিতে দুই জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী।
গাইবান্ধা- ৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মনোনয়ন বাতিল হওয়া একজন হলেন আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলি। এ ছাড়া স্থগিত করা হয়েছে পাঁচজনের মনোনয়নপত্র। তারা হলেন- জাতীয় পার্টির আতাউর রহমান সরকার, বিকল্প ধারার জাহাঙ্গীর আলম, এনপিপির ফারুক মিয়া, স্বতন্ত্র শামসুল আজাদ শীতল ও এইচ এম এরশাদ। এ আসনটিতে শুধু আওয়ামী লীগের মাহামুদ হাসান রিপনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, এক শতাংশ ভোটারের ক্রটিপূর্ণ স্বাক্ষর, ঋণ খেলাপি, তথ্য গোপনসহ নানা কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার ৫ টি আসনে ৭টি উপজেলার ৮১ টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন এবং নারী ১০ লাখ ৪১ হাজার ১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১ জন।