কুড়িগ্রামে মাছের গায়ে আল্লাহু লেখা, দেখতে জনতার ভিড়
ছবি সংগৃহিত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে উত্তোলন করা সিলভারকাপ মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
রোববার সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামে রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, রবিবার (১৯নভেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলামের পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়। সেখান থেকে কয়েকটি মাছ রান্নার জন্য কাটার সময় একটি সিলভারকাপ মাছের গাঁয়ে আরবি অক্ষরে আল্লাহু লেখা দেখা যায়। প্রথমে বাড়ির লোকজন পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় করতে থাকে।
ফিকুলের স্ত্রী নুরেজা বেগম বলেন, “আমাদের পুকুরে আমার জ্যাঠাত ভাই মাছ চাষ করত। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। পরে আর মাছটি না কেটে বাড়ির পাশে একটি মাদ্রাসায় দিয়েছি।
কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার মুফতি মো. আল আমিন বলেন, “দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও ‘আল্লাহু’ লেখা দেখা যায়; আজ যেমন মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা দেখা গেল। সবই আল্লাহপাকের নিদর্শন।”
চাকিরপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম জানান, মাছের গায়ে আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো দাগ দেখা যায়। যা একনজর দেখতে জনতার ভিড় লেগেই আছে।