মাকে ছুরি দেখিয়ে মেয়েকে অপহরণ, অতঃপর গ্রেপ্তার
ছবি:সংগৃহীত
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয় এলাকায় প্রকাশ্যে মাকে ছুরি দেখিয়ে রাস্তা থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় এক যুবক। পরে ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. শাকিলের (২৩) নামে এক যুবকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা পাথরপাড় এলাকা থেকে আটক করা হয়। আটক শাকিল চান্দগাঁওয়ে একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করেন।
বুধবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের চান্দগাঁওয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ ।
পুলিশ জানায়, শাকিল বখাটে প্রকৃতির। মাদকও সেবন করে। মেয়েটিকে শাকিল পছন্দ করতো। কয়েকদিন আগে বিষয়টি বন্ধুদের জানান। তারা মেয়েটিকে তুলে নিয়ে বিয়ের পরামর্শ দেন। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার বিকেলে চান্দগাঁও ইস্পাহানি জেটি রোডের ছাফা মোতালেব ক্লিনিকের সামনে অবস্থান নেয় শাকিল ও তার তিন বন্ধু। একটি সিএনজিচালিত অটোরিকশাও তারা দাঁড় করিয়ে রাখে। মেয়েটি প্রাইভেট কোচিংয়ের ক্লাস শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছিল। ছাফা মোতালেব ক্লিনিকের অদূরে মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে শাকিল ও তার বন্ধুরা মেয়েটিকে অটোরিকশায় তুলে নিয়ে দ্রুত চলে যায়।
ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মেয়েটি, তার মা ও অন্য এক নারী হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন যুবক টানা-হেঁচড়া করে মেয়েটির মাকে ধাক্কা দিয়ে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় তুলে মেয়েটিকে নিয়ে যায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তির মাধ্যমে সীতাকুণ্ডের এক বাড়িতে অবস্থান শনাক্ত করে রাতে অভিযান চালানো হয়। সেই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বাড়িটি শাকিলের দূরসম্পর্কের এক খালাতো বোনের। রাতে সেখানে রেখে বুধবার কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তার আগেই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।