ফুলপুরে ১১ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। এর মধ্যে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ১১ জন। এ ঘটনায় দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কাকের অভিযোগে ওই ১১ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন–ছনধরা ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুস ছালাম, রামভদ্রপুর ইউনিয়নের মো. সাইফুল ইসলাম, ভাইটকান্দি ইউনিয়নের নাজমুল ইসলাম রিপন ও মো. শাহজাহান, ফুলপুর ইউনিয়নের রেজাউল হক ফকির রাসেল ও মো. সাইফুল ইসলাম, পয়ারী ইউনিয়নের মো. আব্দুল হেকিম, রূপসী ইউনিয়নের মো. আমির উদ্দিন তালুকদার, বওলা ইউনিয়নের হামিদুল্লাহ খান মিন্টু, ফরিদ মিয়া ও খলিলুর রহমান শরিফ।
বহিষ্কারপত্রে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলের ভাবমূর্তি নষ্ট ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক, ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবমতে ও উপজেলা আওয়ামীলীগের ১৫ জানুয়ারির সিদ্ধান্তক্রমে তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলো।
এসএ/