বরিশালের মেয়র প্রার্থী রূপনকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার
দলের সিদ্ধান্ত অমান্য করে বরিশাল সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপনসহ ১৯ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৩ জুন) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশনের প্রহসনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে রূপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাকে বিশ্বাসঘাতক ও মীরজাফর আখ্যা দেওয়া হয়।
কামরুল আহসান রূপন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বরিশাল মহানগরের সাবেক সদস্য ছিলেন।
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার বিএনপির অন্তত ২১ জন বর্তমান ও সাবেক নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১২ জুন বরিশাল সিটি কপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।