বরগুনায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে সংবাদ করায় মনিরুল ইসলাম নামে এক সাংবাদিককের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
মামলার তদন্তে শনিবার (২৭ মে) মনিরুলের ব্যবহৃত মুঠোফোন জব্দ করেছে পুলিশ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবাদী মনিরুল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল বিডিটুয়েন্টিফোর লাইভ ডটকমের আমতলী উপজেলা প্রতিনিধি।
এর আগে গত ২১ মে পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করলে মামলাটি আমলে নিয়ে ট্রাইবুনালের বিচারক আমতলী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদী আবুল কালাম আজাদ বলেন, আমার মামা পৌর মেয়র মতিয়ার রহমানকে অপদস্থ ও হেয় করতে ঈদ উপহারের নামে টিসিবির পণ্য বিতরণ শিরোনামে মিথ্যা সংবাদ করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আমার মামাসহ আমাদের পরিবারের মানহানি করায় আমি সঠিক বিচার পেতে মামলাটি করেছি।
এ বিষয় আমতলীর মেয়র মতিয়ার রহমান বলেন, ওই সাংবাদিক টিসিবির পণ্য বিতরণ নিয়ে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা একটি সংবাদ করেছে। এমনকি তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারসহ আমাকে অপদস্থ ও হেয় করেছে। শুধু তাই নয়, তার বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করার মিথ্যা অভিযোগ এনেও আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। বিষয়টি সহ্য করতে না পেরে আমার ভাগ্নে মামলা দায়ের করেছে।
বিবাদী মনিরুল ইসলাম বলেন, আমি কাউকে অপদস্থ বা হেয় করতে মিথ্যা কোনো প্রতিবেদন করিনি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেতেই প্রতিবেদন করেছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিবাদী মনিরুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের হওয়ার পরে তার তদন্তভার আমার উপর অর্পিত হয়। তদন্তের স্বার্থে তাই তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।
এসএন