মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪

মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জ সদর এবং সিংগাইর উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ মে) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞিপ্তির মাধ্যমে ডিবির ইনচার্জ আবুল কালাম এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- সদর উপজেলার সাকরাইল গ্রামের মো. সুমন মিয়া (২৩), সিংগাইর উপজেলার বারাহির চর এলাকার মো. বশির মিয়া (২৪) এবং একই উপজেলার পূর্ব ভাকুম এলাকার মো. তারা শিকদার (৬০) ও তার সহযোগী পশ্চিম ভাকুম এলাকার মো. আলাউদ্দিন (৩০)।
ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে সদর এবং সিংগাইর থানায় তিনটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসজি
