পল্লী চিকিৎসক মিজান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ফেনীর সোনাগাজীতে পল্লী হোমিও চিকিৎসক মিজান হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকালে সোনাগাজী সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসাছাত্র শিক্ষকের ব্যানারে আয়োজিত সোনাগাজী পৌর-শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা দিনে-দুপুরে যারা পিটিয়ে মানুষ হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় নিহত ডাক্তার মিজানের দুই শিশু সন্তান সাইফ উদ্দিন (১১) ও সাহিদা ইসলাম অহি (০৯) ব্যানারের সামনে দাঁড়িয়ে পিতার খুনিদের বিচার দাবিতে কান্না শুরু করলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শিশুদ্বয় তাদের পিতাকে যারা দিনের আলোয় হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, নিহত মিজানুর রহমান মনগাজী বাজারের হোমিও চিকিৎসক, ছাড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য। তিনি ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহানের বাড়ির মৃত নূরুল হুদার ছেলে। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ মে ডাক্তার মিজান ও তার তিন ভাইয়ের উপর পরিকল্পিতভাবে হামলা করে তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডা. মিজান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আবু তৈয়ব বাদী হয়ে নিজাম উদ্দিন সবুজ, জাকির হোসেন, জসিম উদ্দিন, আজগর হেসেন, মাইন উদ্দিন মামুনসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০ জনের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় চারজন গ্রেপ্তার হলেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এসআইএইচ