বরগুনায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় মোখার কারণে ঝুঁকি এড়াতে বরগুনায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে নদী বন্দর কর্তৃপক্ষ। শনিবার (১৩ মে) থেকে বরগুনা নদী বন্দর ঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এমকে শিপিং কোম্পানির ম্যানেজার মো. এনায়েত হোসেন বলেন, বরগুনার নদী বন্দরের কর্মকর্তার নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পুনরায় চলাচলের নির্দেশ পেলে ঘাট থেকে লঞ্চ ছাড়া হবে।
এ ব্যাপারে বরগুনার সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে অনুযায়ী বরগুনা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এসআইএইচ