ঘূর্ণিঝড়ের প্রভাবে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা
উপকূলের দিকে এগিয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এই তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যার ফলে পাঁচ জেলায় ভূমি ধসের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
জানা গেছে, শনিবার (১৩ মে) সন্ধ্যা থেকে কক্সবাজার ও আশপাশের উপকূলীয় এলাকায় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এ জন্য ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলা হয়ে আছে। আবার কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।
এসআইএইচ