ঘূর্ণিঝড় মোখা: বরগুনায় প্রস্তুত ৬৪২ আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বরগুনায় ৬৪২টি আশ্রয়কেন্দ্রসহ প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মিটিং করে ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদ অর্থ, টিন, চাল, শুকনো খাবারসহ বরগুনায় ৩টি মুজিব কেল্লা, ৬৪২টি আশ্রয়কেন্দ্রসহ প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অর্ধশতাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সচ্ছল ও প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
দুর্যোগ প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু।
এসময় রেডক্রিসেন্ট ও দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিসহ (সিপিপি) বরগুনার সব সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসজি