রাঙামাটিতে ব্রিজের পাটাতন ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর উপর বেইলি ব্রিজের পাটাতন ভেঙে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা গেছে, সোমবার (৮মে) সকাল ৮টার দিকে সীমান্ত সড়কের জন্য পাথর বোঝাই ট্রাক বেইলি ব্রিজে উঠলে পাটাতন ভেঙে নিচে পড়ে যায় এবং ট্রাকের পেছনের অংশ আটকে যায়। এরপর থেকে বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।
আরও জানা যায়, সেতুটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক জনপদ বিভাগ। তবে ২০১৯ সালের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলে দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি সেতুর কাজ। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যান চলাচল করতে হয় পুরাতন সেতুতে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, পাটাতন ভাঙার সংবাদ পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করব।
উল্লেখ্য, ২০২০ থেকে ২০২১ সালে মোট ৯ মাসে রাঙামাটিতে ৫টি বেইলি ব্রিজে পাটাতন ভেঙ্গে দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন মারা যায়।
এসআইএইচ