সাবেক ইউপি সদস্য নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ১০
বরগুনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সহিংসতায় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু নিহতের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৯ জনকে আসামি করা হয়েছে এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুর স্ত্রী মারজিয়া আক্তার ছবি বাদী হয়ে বৃহস্পতিবার ৫৮ জনের নামে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় হৃদয় হাসান, সাইফুল ইসলাম, মশিউর রহমান জুয়েল, স্বপন হাওলাদার, চান মিয়া, মো. সুজন, জসিম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অন্যদিকে হত্যা মামলার এক নম্বর আসামি আকাইদ হোসেন ঠান্ডার মা রোকেয়া বেগম বাদী হয়ে নিহত শফিকুল ইসলাম পনুর ছেলে সাজিদুল ইসলাম হৃদয়সহ ২১ জনের নামে একটি মামলা করেছেন। ওই মামলায় নেয়ামুল, রাব্বি ও মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোতাহার মৃধা সমর্থক ঠান্ডা গ্রুপ ও ওই ওয়ার্ডের সাবেক সদস্য শফিকুল ইসলাম পনু গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে প্রায় ৫ বছর ধরে দ্বন্দ্ব চলছিল। একাধিকবার হামলা, পাল্টা হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। গত এক মাস ধরে একে অপরের প্রতি হামলার প্রস্ততি চলছিল অনেকটা প্রকাশ্যেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে ছবিও ছড়িয়েছে। সবশেষ গত মঙ্গলবার (২ মে) সংঘর্ষ বাস্তবতায় রূপ নেয়। এতে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু নিহত এবং উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর জখম হন।
এসজি