পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসকের সহায়তা
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।
শুক্রবার (৫ মে) দুপুরে টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত ৪৩টি পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ঘরমালিকরা ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা ও খাদ্যসামগ্রী সহায়তা পেয়েছে এবং ভাড়াটিয়া ক্ষতিগ্রস্তরা ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা ও খাদ্যসামগ্রী সহায়তাসহ মোট ৪৪টি পরিবারকে ৯৬ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৮৮ হাজার টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া তিন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার সুমন কুমার দেবনাথ, পুরান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
এসময় জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, আমরা এখন প্রাথমিকভাবে সরকারের পক্ষে জরুরি সহায়তা দিচ্ছি। যেসব ব্যবসায়ীদের ক্ষতি বেশি হয়েছে, পরবর্তীতে তাদের পুনর্বাসনে কাজ করা হবে।
এসজি