রাঙামাটিতে নানা আয়োজনে বুদ্ধ পুর্ণিমা উদযাপিত
রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের।
বৃহস্পতিবার (৪মে) জেলার বিভিন্ন বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। দিনটি উপলক্ষে সকাল ৮টায় কলেজ গেইট থেকে শোভযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
শোভাযাত্রায় নানা বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এরপর বিহারে উপস্থিত হয়ে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন। এ সময় সকল বিহারে সংঘদান, বুদ্ধ পুজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান ও বিশ্বের সকলের জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ-এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।
আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
এসআইএইচ