শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কিশোরগঞ্জে চাচা-ভাতিজার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন চাচা-ভাতিজা। মঙ্গলবার (২ মে) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের নাজির আতাউর রহমান খান মিন্টুর বিরুদ্ধে জমি ক্রয়ে রাজস্ব ফাঁকি, অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তার ভাতিজা মুহিত উদ্দিন খান।

ভাতিজার এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ মে) জেলা পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করেন আতাউর রহমান খান। জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা ও মনগড়া অভিযোগ দিয়ে তদন্তের মুখে ফেলে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, এগুলো সবই ভিত্তিহীন, আমাকে হেয়প্রতিপন্ন করতেই মুহিত এগুলো করছে। পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ থেকে মুহিত লিখিত অভিযোগ নিয়ে বিভিন্ন দপ্তরে বিলি করছে। সরকারি চাকরি করে অভিযোগের জবাব দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। ইচ্ছাকৃতভাবে আমাকে হয়রানি করছে মুহিত। আমি এতদিন সম্মানের ভয়ে আদালতের দ্বারস্থ হইনি। তার এসব কাজের জন্য আমি আদালতে মামলা করব আর আমার বিরুদ্ধে প্রশাসনে দেওয়া অভিযোগটির তদন্ত হচ্ছে। আশা করি অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আতাউর রহমান খানের বাড়ি জেলার তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুর গ্রামে। তিনি এখন আর গ্রামে থাকেন না। তার ভাই মৃত মোতাহার হোসেন খানের ছেলে মুহিত উদ্দিন খান ওই গ্রামে থাকেন।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, মুহিতদের অত্যাচার-নির্যাতনে বাধ্য হয়ে আমি বাড়ি ছেড়ে জেলা শহরে ভাড়া বাসায় থাকি। তাদের সঙ্গে জমিজমা নিয়ে পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা থাকার কথাও স্বীকার করেন নাজির। তা ছাড়া মুহিতের বিরুদ্ধে এলাকায় সরকারি খাস জায়গা দখল, ভূমি দস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ অনেক অভিযোগ রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর ইন্ধনে মুহিত দিনের পর দিনে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে আতাউর রহমানের ভাই মাহবুবুর রহমান খান, ভাতিজা নাজিবুর রহমান খান, প্রতিবেশী লিয়াকত আলী ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মুহিত তার চাচার বিরুদ্ধে অভিযোগ করেন, আতাউর রহমান দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ করায় তাকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া অভিযুক্তকে স্বপদে রেখেই জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আতাউর রহমানের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসজি

Header Ad
Header Ad

বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ

জো বাইডেন। ছবি: সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার পাঁচ দিন আগে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন।

শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণটি দেবেন।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।

চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেক্টোরাল কলেজ ভোট ও হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

Header Ad
Header Ad

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত ও একাধিক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম জানা গেছে অদুদ বেপারী (৩৫) এবং নাঈম (৩০)। তাদের উভয়েরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের অন্ধকারে নোঙর করা একটি বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন, তবে কতজন আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। তিনি আরো জানান, স্পিডবোটে ১০-১২ জন লোক ছিল বলে শোনা গেছে।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানিয়েছেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল, তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয় এবং অপরজন গুরুতর আহত। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, নিহতদের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি, যা এই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Header Ad
Header Ad

ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'অর্থের বিনিময়ে তথ্য গোপন' করার মামলায় দোষী সাব্যস্ত করা হলেও, আদালত তাকে কোনও শাস্তি প্রদান করেনি। বিচারক রায়ে তাকে দোষী সাব্যস্ত করলেও, শাস্তির আওতায় না এনে তিনি নিঃশর্তভাবে খালাস পেয়েছেন। এর ফলে, ট্রাম্প কোনও সমস্যা ছাড়াই হোয়াইট হাউসে ফিরে যেতে পারবেন।

শনিবার (১১ জানুয়ারি) আল জাজিরা ও ভয়েস অব আমেরিকা এর মতো সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে প্রতিটি অভিযোগেই তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। তবে, ট্রাম্পের ভোটাররা তার ওপর কোনও নেতিবাচক প্রভাব ফেলে না এবং তাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করেছেন।

নিউইয়র্কের ম্যানহাটান আদালতের বিচারক হুয়ান এম মার্চান জানিয়েছেন, ৭৮ বছর বয়সী ট্রাম্পকে চার বছরের কারাদণ্ড প্রদান করার সুযোগ থাকলেও তিনি সাংবিধানিক বিষয়গুলো বিবেচনায় এনে মামলার পরিসমাপ্তি টানেন। বিচারক বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যে আইনি সুরক্ষা পাবেন, তা অন্যান্য বিষয়কে ছাড়িয়ে গেছে।

এদিকে, ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত হয়ে এই মামলাকে "রাজনৈতিক হয়রানি" বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, তিনি কোনও অপরাধ করেননি এবং এই মামলার উদ্দেশ্য ছিল তার সুনাম ক্ষুণ্ণ করা, যাতে তিনি নির্বাচনে পরাজিত হন। তিনি জানান, "এটি ছিল সরকারের অস্ত্রীকরণ এবং নিউইয়র্কের জন্য অস্বস্তিকর একটি পরিস্থিতি।"

উল্লেখ্য, ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগে নীল ছবি তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন যাতে তিনি তাদের সম্পর্কের তথ্য প্রকাশ না করেন। পরে এই তথ্য গোপন করার জন্য তার বিরুদ্ধে মামলা হয় এবং গত বছরের মে মাসে তাকে অভিযুক্ত করা হয়।

তবে, ট্রাম্প সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলাটি করা হয়েছে। তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই মামলা তুলে নেওয়ার জন্য বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন, তবে সেটি প্রত্যাখ্যাত হয়।

এভাবে, ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলেও, ট্রাম্প শাস্তি ছাড়াই প্রেসিডেন্ট হিসেবে তার কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প
১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসায় নতুন পরিবর্তন
কিশোরগঞ্জে একটি আম বিক্রি হলো ১৬০০ টাকায়
সিঙ্গারা খেয়ে টাকা না দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৩
নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ
ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান
ডাক বিভাগে ৫২৪ পদে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা
‘সাহস নিয়ে কাস্তে হাতে বসে ছিলাম, জীবন দিতেও দ্বিধা করতাম না‌’
এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার
কাল থেকে কলরেট, ইন্টারনেটসহ খরচ বাড়ছে ১০০ পণ্যের
জুলাই ঘোষণাপত্রে খুনিদের বিচার ও শাস্তির কথা থাকতে হবে: সারজিস
সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা
১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ