কাপড় কেনা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ২
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গায় কাপড়ের দর কষাকষি নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজেদ হোসেনের ছেলে সজল আহমেদ (২৭) ও আজিজুর রহমানের ছেলে মামুন অর-রশিদ (২৪)।
পুলিশ জানায়, জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের টিপু সুলতানের মা ছামেনা খাতুন সদর উপজেলার ভালাইপুর বাজারে আশরাফুলের দোকানে কাপড় কিনতে যান। সেখানে কাপড়ের দরকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে তাকে দোকান থেকে বের করে দেয় দোকানদার। বিষয়টি তার ছেলে টিপুকে জানালে টিপু তার বন্ধু সজল, মামুনুর রহমান ও পলাশদের সঙ্গে নিয়ে আশরাফুলের দোকানে যায়। সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টার সময় সদর উপজেলার হুচুকপাড়া গ্রামের আলার ছেলে আকাশ (২৩), ওসমানের ছেলে সানোয়ার (৫৫), জাঙ্গাঙ্গীর (৩৫), মুছা করিমের ছেলে শান্তি (৪৫) তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ধারালো ছুরির কোপ সজল ও মামুনুরের পেটে লেগে গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে সজলকে মৃত ঘোষণা করেন এবং মামুনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো বর্তমানে সদর হাসপাতাল মর্গে রাখা আছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
এসজি