নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গোয়ালাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত একজন উপজেলার ইসবপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে অটোরিকশার চালক সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী অটোরিকশা শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। বর্তমানে মরদেহগুলো হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এসজি