সিলেটে ১৬ দিন পর ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায়, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত, সিলেট বিভাগে ১৬ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি সিলেটের বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত করা হয়েছে ৫ জনের। আক্রান্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায়ের স্বাক্ষরিত প্রতিদিনের করোনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে সিলেট জেলার দুজন এবং সুনামগঞ্জের একজন ছিলেন।
এরপর থেকে করোনায় মৃত্যুহীন দিন পার করছিল সিলেট বিভাগ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত পাঁচজনের মধ্যে সিলেটের চারজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে সিলেটে দুজন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে চারজন রয়েছেন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৪২৭ জন। বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৯৯২ জন।
এমএমএ/