রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নদী খননে কোটি টাকা ব্যয়েও মিলছে না সুফল

যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার কারণে বরগুনার প্রাণ বলা হয় খাকদোন নদীকে। এ নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি বছরই নদী খনন করছে বিআইডব্লিউটিএ। তবে প্রতি বছর এই নদী খননে কোটি কোটি টাকা ব্যয় হলেও কাঙ্খিত সুফল মিলছে না। গত তিন মাস ধরে খনন কাজ চলমান থাকলেও এখনও ভাটার সময় নাব্যতা সংকটে নদীতে আটকে যাচ্ছে নৌযান। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পণ্য পরিবহনকারীদের।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি তিন কোটি টাকা ব্যয়ে খাকদোন নদী থেকে আড়াই লাখ কিউবিক মিটার পলি অপসারণের কাজ পেয়ে তা শুরুও করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাসেল কনস্ট্রাকশন। ইতিমধ্যে প্রায় এক হাজার মিটারের খনন কাজ শেষও হয়েছে।

এদিকে নৌযান সংশ্লিষ্টদের দাবি, খননে অনিয়মের কারণে নৌযান চলাচলে কোনো সুফল আসছে না।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরেই খাকদোন নদীতে খনন হচ্ছে। তবে তা নদী সংলগ্ন যেসব স্থানে মাটি ফেলানোর জায়গা পাওয়া গেছে শুধুমাত্র সেই সময় ড্রেজার চালানো হয়েছে। বাকি সময় বন্ধ থেকেছে খনন যন্ত্র। কিছু কিছু জায়গায় মাটি বিক্রির অভিযোগও করেন এলাকাবাসী।

পোটকাখালী এলাকার সালেহ আরাফাত বলেন, গত দুই বছর থেকে এই ড্রেজার মেশিনটি নদীতে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। মাঝেমধ্যে দেখেছি মেশিন চালু হতে। বুঝি না এটার নিয়ম কি! যেখানে এত দিন বাঁধা ছিল সেখানে এমন গভীর করেছে যে রাস্তাই নদীতে বিলীন হচ্ছে।

বরগুনা বাজারের ফল ব্যবসায়ী শফিক বলেন, আমরা ফল ব্যবসায়ীরা লঞ্চে করেই মালামাল আনি। কিন্তু নাব্যতা সংকটের জন্য লঞ্চ খাকদোন নদীতে এসে আটকে থাকায় মালামাল ঠিক সময়ে নামানো যায় না। অনেক লোকসান গুনতে হয় আমাদের।

এ বিষয়ে ঢাকা-বরগুনা রুটে চলাচলরত এমভি অথৈ-১ লঞ্চের মাস্টার শাহিন বলেন, ৩ মাস ধরে খাকদোন নদীতে খনন চললেও নৌযান চলাচল করতে পারছে না। জোয়ার ভাটার উপর নির্ভর করে এখন নৌযান চলাচল করতে হচ্ছে। ভাটার সময় নদীর তলদেশে আটকে গিয়ে নৌযান থেমে যাচ্ছে।

এমকে শিপিং লাইনের বরগুনার ম্যানেজার মো. এনায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই রুটে আমাদের লঞ্চ চলছে৷ এইটুকু পথে আসতেই আমাদের ২-৩ ঘণ্টার অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে। যেখানে খনন করা দরকার সেখানে খনন হচ্ছে না। আবার যেখানে দরকার না সেখানেও খনন হচ্ছে। এতে করে হুমকিতে পড়ছে নৌযান চলাচল। এভাবে চললে আমাদের জাহাজ এই ঘাটে চালানো সম্ভব হবে না।

নদী পরিব্রাজক দলের বরগুনা জেলার সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, দেশের অন্যতম দীর্ঘ নদীপথ বরগুনা। অনেক আন্দোলন সংগ্রামের পর মালিকপক্ষ এখানে ভালো মানের লঞ্চ দিতে বাধ্য হয়েছে। কিন্ত নাব্যতা সংকটের কারণে ভালো মানের লঞ্চ এখন আসতে পারেনা। এটা আমাদের দূর্ভাগ্য। দ্রুত এর সমাধান চাই।

এ প্রসঙ্গে ক্যাসেল কনেসট্রাকশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল ফারুক বলেন, শহরের সব বর্জ্য এই নদীতে ফেলা হয়। ড্রেজার চালুর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বর্জ্যের কারণে আটকে ধরে। পরে সেটা পরিষ্কার করতে দেড়-দুই ঘণ্টা লেগে যায়।

তিনি আরও বলেন, সময় লাগলেও আমরা ভালোভাবে কাজ শেষ করার চেষ্টা করছি। আশা করছি খনন কাজ পুরোপুরি শেষ হলে নৌযান চলাচলে সুফল মিলবে।

এ ব্যাপারে বরগুনার নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, খাকদোন নদীতে চলমান প্রকল্পের আওতায় মোট চার ভাগে খাকদোন নদীর ২ হাজার ৭৭০ মিটার খনন করা হবে। কিন্তু মাটি অপসারণের জন্য পর্যাপ্ত স্থান না থাকায় সময় নষ্ট হচ্ছে। যদি পর্যাপ্ত স্থান দেওয়া যায় তবে আগামী জুন মাসে খনন কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা করি।

এসআইএইচ

Header Ad

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের শেষভাগ থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের যুব এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে আজিজুল হাকিম তামিম। টুর্নামেন্টটি খেলতে টাইগার যুবারা আজ (রোববার) সকালে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়াল দিয়েছে।

ওই বহরে স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টিম ম্যানেজেমেন্টের সদস্যরাও রওয়া হয়েছেন বিশ্বকাপের আয়োজক দেশটির উদ্দেশ্যে। এর আগে গত বৃৃহস্পতিবার ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছিল বিসিবি। নেতৃত্ব পাওয়া আজিজুল হাকিম তামিম এশিয়া কাপে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস রয়েছে তার।

এবারের যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দল দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে খেলবে। ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :
জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।


অতিরিক্ত– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

Header Ad

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাকে স্যার বলার দরকার নেই আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো।’

ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজে ১১তম জিএসসি ন্যাশনাল সাইনটিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কথাগুলো বলেন তিনি ।

জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদও কৃতজ্ঞতা জানান উপদেষ্টা।

তিনি বলেন, জেন-জি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করতে পারে, তারা অলস নয়।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সে কাজটি আমাদের করতে হবে। আমরা আশা করি, যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে সে প্রত্যাশা আমাদের পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এ আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই যেন এ বিষয়ে সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদের মধ্যে বিবাদ,সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে। এ সুযোগ যেন কেউ নিতে না পারে। আমরা এতদিন বিক্ষোভ করেছি, রাজপথে থেকেছি, আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান শহিদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করার পাশাপাশি শহিদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

Header Ad

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। যা আজ ছিল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ২১ নভেম্বর ভরিতে ১৯৯৪ টাকা বাড়া‌নো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে, গত ২১ নভেম্বর সোনার দাম বাড়য়েছিল বাজুস। যা ২২ নভেম্বর কার্যকর হয়, ওই দামে এই দুই দিন সোনা কেনাবেচা হয়েছে। সেই হি‌সে‌বে আজ‌কে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সোনা এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...