ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়নের চেয়ারম্যান ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এইচ এম মনিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন গুলিশাখালী ইউনিয়নে অবস্থিত এক ইটভাটার ম্যানেজার। বাদী মো. সানোয়ার ইসলাম ঢাকা জেলার বাসিন্দা। তিনি চাকরি করেন গুলিশাখালী ইউনিয়নের ন্যাশনাল ব্রিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ম্যানেজার।
২ এপ্রিল বরগুনা জজ কোর্ট এর সিআর ৩৯/২০২৩ মামলায় সানোয়ার ইসলাম উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম ইট ভাটায় গিয়ে পূর্বে দশ লক্ষ টাকা চাঁদা চেয়ে গন্ডগোল করলে স্থানীয় ভিত্তিতে তার সমাধান করা হয়। কিন্তু গত ৩১ মার্চ সকালে গুলিশাখালী বাজারের উত্তর পাশে সরকারি ক্লিনিকের পশ্চিম পাশের রাস্তায় সানোয়ারকে ইউপি চেয়ারম্যানসহ তার লোকজন আক্রমণ করে মারধর করে।
মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা এলাকায় চাঁদাবাজি ও দাঙ্গা-হাঙ্গামা করে বেড়ায়। সানোয়ার ইসলাম বরগুনা জজ কোর্টে উপস্থিত হয়ে অ্যাডভোকেট জামাল হোসেন এর মাধ্যমে মামলা দায়ের করলে বিচারক পিবিআই পটুয়াখালীকে তদন্তের নির্দেশ প্রদান করেন। সানোয়ার ইসলাম বলেন, মনিরুল ইসলাম ও তার লোকজনের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। পিবিআই তদন্ত করলে আমার অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম বলেন, আমার বিরোধী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম চক্রান্ত করে আসছে এই মামলা তারই বহিঃপ্রকাশ। একজন ইউপি চেয়ারম্যানের রাস্তায় নেমে কাউকে মারধরের প্রয়োজন হয় না, সে মামলায় যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এএজেড