তরমুজ চুরির অপবাদে কিশোরকে নির্যাতন, মামলা
বরগুনায় তরমুজ চুরির অপবাদে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) বরগুনা শিশু আদালতে এ মামলা করেছেন আহত ছাব্বিরের (১৬) বাবা আলম মিয়া। আদালতের বিচারক মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়ীয়া গ্রামের মো. মামুন, আবদুল মোতালেব ও তার ছেলে সবুজ।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় আদাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাদী আলম বলেন, আমার ছেলেকে তরমুজ চুরির অপবাদ দিয়ে ওই তিনজন তুলে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে আমার ছেলে জ্ঞান হারায়। পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত সবুজ বলেন, ছাব্বির আমাদের তরমুজ চুরি করেছে। আমরা শুধু ডেকে জিজ্ঞাসা করেছি, মারধর করিনি।
এসজি