ডিবি পুলিশকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ১
বরগুনায় মাদক বিরোধী অভিযানকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্য সহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনায় এজাহারভুক্ত তিন জনের মধ্যে আবদুর রব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) চট্রগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে শনিবার (১ এপ্রিল) পাথরঘাটা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১৮ মার্চ বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ডিবি পুলিশ অভিযানে গেলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় মাদক কারবারিরা। হামলায় ডিবি পুলিশের একজন সদস্যসহ ৩ জন আহত হয়।
পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৩ জনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব হাওলাদার।
র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আব্দুর রবের বাড়ি পাথরঘাটা হলেও মাদক কারবারের সূত্রে সে চট্টগ্রাম আসে।
বরগুনা ও চট্রগ্রামে তিনটি মাদকের মামলা ও পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলাসহ সর্বমোট চারটি মামলায় সে এজাহারভুক্ত আসামি।
এএজেড