ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ
‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে ঝালকাঠির জেলায় সুগন্ধা ও বিষখালী নদীতে আজ শনিবার থেকে জাটকা মাছ ধরা বন্ধ রয়েছে।
জাটকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আগামী ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ে জাটকা ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
এ ব্যাপারে মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে।
এসআইএইচ