ঝালকাঠির স্টেডিয়াম এখন মাদকসেবীদের অভয়ারণ্য!
ঝালকাঠির বিকনা এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়াম দীর্ঘদিন ধরে মাদকসেবীদের বড় আখড়ায় পরিণত হয়েছে। এরা দুঃসাহসিকভাবে এই স্টেডিয়ামের উত্তর দক্ষিণ ও পূর্বদিকে দেয়াল ভেঙ্গে স্টেডিয়ামের ভিতরে প্রবেশের পথ বানিয়ে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে তাদের তৈরী করা পথ দিয়ে মাদকসেবীরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে গাজা, ইয়াবা সেবন করে এবং মাঝেমাঝে তারা এখানে অসামাজিক কাজেও লিপ্ত হয়।
স্টেডিয়ামের পশ্চিম দিকে প্যাভিলিয়ান ভবনের প্রবেশ পথ দিয়ে শুধুমাত্র স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করা যায়। কিন্তু এই মাদকসেবীরা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়ানোর জন্য ৩ দিকের স্টেডিয়ামের দেয়াল ভেঙ্গে চলাচলের সহজ পথ করে নিয়েছে। এই স্টেডিয়ামে একজন কেয়ারটেকার পরিবার নিয়ে বসবাস করলেও এলাকার চিহ্নিত মাদকসেবীদের ভয়ে রাতে আতংকে থাকে।
এই স্টেডিয়াম চত্ত্বরে মাদকসেবীদের অভয়ারণ্য বিষয়টি প্রশাসন স্তরে জানানো হলেও মাদকসেবীদের বিকল্প পথ তৈরির কারণে কোন অভিযানেই মাদকসেবীদের আটক করা যায়নি। তবে স্থানীয় লোকজন ও জেলা ক্রীড়া সংস্থা মনে করে এদের উৎখাত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকেও কৌশল অবলম্বন করে সাড়াশি অভিযান করতে হবে।
এএজেড